সিলেট করিম উল্লাহ মার্কেট সমিতির ১৪ তম র‍্যাফেল ড্র’র উদ্বোধন

সিলেট করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত ১৪ তম ঈদ উৎসব র‍্যাফেল ড্র’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও ক্রেতাদেরকে উৎসাহিত করতে তাদের এ আয়োজন। র‍্যাফেল ড্রতে এবারেও রয়েছে আর্কষণীয় ৫০ টি পুরস্কার। ১ম পুরস্কার একটি toyota vitz car, ২য় একটি yadea t5 100cc electeic মোটর সাইকেল, ৩য় একটি hero passion xpro110cc মোটর সাইকেল, ৪ র্থ একটি কম্পিউটার, ৫ম একটি স্পেশাল বাইসাইকেল, ৬ষ্ঠ সেলাই মেশিন, ৭ম  ১১তম পুরস্কার ৫টি smartphone, ১২ থেকে ৫০ পর্যন্ত ৩৯টি মোবাইল ফোন। ২শত টাকার যে কোন একটি পণ্য কিনলে অথবা সেবা নিলে সে দোকানের মালিক প্রতিটি পণ্যের সাথে একটি করে কুপন দেবেন। সে কুপন র‍্যাফেল ড্র’র নির্দিষ্ট বক্সে ভাগ্য পরিক্ষার জন্য রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী ছানাউল্লাহ ফাহিম ও আতাউল্লাহ সাকের, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও ঈদ উৎসব কমিটি উপদেষ্টা আব্দুল অদুদ পাভেল, সাবেক সভাপতি ও ঈদ উৎসব কমিটি উপদেষ্টা মোঃ আব্দুল কাইয়ুম, সাবেক সভাপতি ও ঈদ উৎসব কমিটি উপদেষ্টা কাওছার আহমদ, ঈদ উৎসব কমিটি আহবায়ক মো. জামাল মিয়া, সদস্য সচিব বিশ্বজিৎ তালুকদার, ব্যাবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, প্রচার সম্পাদক মোঃ মুরাদুজ্জামান চৌধুরী, সহপ্রচার সম্পাদক মো. আব্দুস সালাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ, ক্রীড়া সম্পাদক তালহা খান, সদস্য মকসুদুর রহমান চৌধুরী, ঈদ উৎসব কমিটির সদস্য ফখরুদ্দিন ফাহাদ, মো. রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম চৌধুরী, জাকওয়ান হোসেন, দেলোয়ার হোসেন রাজু, গোলাম কিবরিয়া প্রমুখ।
[8:22 AM, 3/3/2025] M Rohman Faruk: সিলেট করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত ১৪ তম ঈদ উৎসব র‍্যাফেল ড্র’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও ক্রেতাদেরকে উৎসাহিত করতে তাদের এ আয়োজন। র‍্যাফেল ড্রতে এবারেও রয়েছে আর্কষণীয় ৫০ টি পুরস্কার। ১ম পুরস্কার একটি toyota vitz car, ২য় একটি yadea t5 100cc electeic মোটর সাইকেল, ৩য় একটি hero passion xpro110cc মোটর সাইকেল, ৪ র্থ একটি কম্পিউটার, ৫ম একটি স্পেশাল বাইসাইকেল, ৬ষ্ঠ সেলাই মেশিন, ৭ম  ১১তম পুরস্কার ৫টি smartphone, ১২ থেকে ৫০ পর্যন্ত ৩৯টি মোবাইল ফোন। যে কোন দোকান থেকে সর্বনিম্ন ২০০ শত টাকার পন‍্য কিনলে অথবা ২০০ শত টাকার মোবাইল বা কম্পিউটার সার্ভিসিং করালে একটি কুপন দেওয়া হবে। সে কুপন র‍্যাফেল ড্র’র নির্দিষ্ট বক্সে ভাগ্য পরিক্ষার জন্য রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী ছানাউল্লাহ ফাহিম ও আতাউল্লাহ সাকের, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও ঈদ উৎসব কমিটি উপদেষ্টা আব্দুল অদুদ পাভেল, সাবেক সভাপতি ও ঈদ উৎসব কমিটি উপদেষ্টা মোঃ আব্দুল কাইয়ুম, সাবেক সভাপতি ও ঈদ উৎসব কমিটি উপদেষ্টা কাওছার আহমদ, ঈদ উৎসব কমিটি আহবায়ক মো. জামাল মিয়া, সদস্য সচিব বিশ্বজিৎ তালুকদার, ব্যাবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, প্রচার সম্পাদক মোঃ মুরাদুজ্জামান চৌধুরী, সহপ্রচার সম্পাদক মো. আব্দুস সালাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ, ক্রীড়া সম্পাদক তালহা খান, সদস্য মকসুদুর রহমান চৌধুরী, ঈদ উৎসব কমিটির সদস্য ফখরুদ্দিন ফাহাদ, মো. রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম চৌধুরী, জাকওয়ান হোসেন, দেলোয়ার হোসেন রাজু, গোলাম কিবরিয়া প্রমুখ।

শেয়ার করুন