সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজায় পাশে থাকবে কদমতলী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতি


সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক
সংগঠন কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা বলেছেন ‘‘ যুগ
যুগ ধরে কদমতলী এলাকায় মুসলিম ও সনাতন ধর্মালম্বীরা মিলেমিশে বসবাস করে
আসছেন, প্রতি বছর সারদীয় দুর্গাপূজাঁ অত্যান্ত সুষ্ট ও সুন্দরভাবে
সম্পন্ন হয়ে থাকে, প্রতি বছরের মতো এবারো আয়োজন করা হচ্ছে দূর্গাপূজা, এ
উৎসবকে আরো সাফল্য মন্ডিত করতে সনাতন ধর্মালম্বীদের পাশে থাকার জন্য মত
প্রকাশ করেছেন কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা’’
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় সমিতির কার্যালয়ে অনুষ্টিত নিয়মিত সভায় এ
সিদ্ধান্ত গ্রহন করা হয়। সমিতির প্রধান সমন্বয়ক মুহিবুর রহমান মুহিবের
সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক সাংবাদিক এম এ মালেকের পরিচালনায় অনুষ্টিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমিতির সাবেক সফল সাধারণ
সম্পাদক মির্জা দুলাল আহমদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সমন্বয়ক
আব্দুল মুমিন পান্না, আবু হানিফ তুহিন, মো. নূরুল হক স্বপন, মাহিদুল
ইসলাম মোহন, মো. ময়নুল ইসলাম ইমন, ফরহাদ রহমান, মেহেদী হাসান সাজাই, তাজু
আহমদ, সওকত আহমদ, জাকারিয়া আহমদ, পাপ্পু আহমদ, সামসুজ্জামান সামস্, মো.
মাসুদ আহমদ, মো. সুজন আহমদ, মো. মাসুদ রানা, মাহবুব আহমদ শাওন, লনি পাল
প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন