আপাসেন ইন্টারন্যাশনাল-এর ৬ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান

স্পেশাল চাইল্ডদের বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে আপাসেন ইন্টারন্যাশনাল
…অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ বলেছেন, স্পেশাল চাইল্ডদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে আপাসেন ইন্টারন্যাশনাল। এ প্রতিষ্ঠানের কাজগুলো সত্যিই অসাধারণ। একটি বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদেরকে পরিচর্যায় আপাসেন ইন্টারন্যাশনাল যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। তাঁদের সঠিক পরিচর্যা এবং মূল্যায়নের মাধ্যমে দেশের জন্য যোগ্য করে তোলা সম্ভব।


আপাসেন ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে ৬ বছর পূর্তি উপলক্ষে বিশেষ শিশুদের জন্য লার্নিং প্রসেস-এর প্রদর্শনীর প্রথম দিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আপাসেন ইন্টারন্যাশনাল-এর চেয়ারম্যান হেলাল রহমানের সভাপতিত্বে গত বুধবার (২২ জানুয়ারি) নগরীর আম্বরখানাস্থ চন্দনটুলার আপাসেন ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠান ‘ফনিক্স স্কুল সিলেট’ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফনিস্ক স্কুলের শিক্ষক তনুশ্রী রায় বর্মন ও ডে কেয়ার-এর শিক্ষক নিলয় দত্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল রফিক, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত, দৈনিক সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক নজরুল ইসলাম বাসন, আপাসেন ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা। শুভেচ্ছা বক্তব্য দেন আপাসেন ইন্টারন্যাশনাল-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর স্বর্ণময়ী সরকার, ফনিক্স স্কুলের লিড টিচার তান্নি রেজা চৌধুরী।
উল্লেখ্য, আপাসেন ইন্টারন্যাশনাল বিশ^ব্যাপী সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী তথা বিশেষ যোগ্যতাসম্পন্ন শিশুদেরকে নিয়ে কাজ করছে। এই চ্যারিটি সংগঠন দুটি বিভাগের মাধ্যমে কাজ করে যাচ্ছে। একটি হচ্ছে ফনিক্স স্কুল সিলেট এবং অন্যটি ডে কেয়ার সেন্টার। প্রতিষ্ঠানের ৬ বছর পূর্তি উপলক্ষে বিশেষ যোগ্যতাসম্পন্ন শিশুদেরকে শিক্ষা দেওয়ার লার্নিং প্রসেস-এর প্রদর্শনী করা হয়। অনুষ্ঠান উপলক্ষে শিশুদের তৈরি মালা, জুয়েলারি, খামের প্রদর্শনী হয়। এছাড়া অনুষ্ঠানে অংশ নেয় বেশকিছু স্টল। যেখানে ছিল খাবার, ভোকেশনাল মেসি এক্টিভিটিজ প্রভৃতি। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন