বাংলাদেশ ব্যাংকের এহেসানুল হক চৌধুরীর পদোন্নতি লাভ

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ক্যাশ) পদে আজ (২২ জানুয়ারি ২০২৫) পদোন্নতি পেয়েছেন জনাব এহেসানুল হক চৌধুরী। বীর চট্টলার কৃতি সন্তান এহেসানুল হক চৌধুরী বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম ও সিলেট অফিসে সফলতার সাথে দায়িত্ব পালন করে এখন মতিঝিল অফিসে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব চট্টগ্রাম এর একাধিকবারের নির্বাচিত সভাপতি ছিলেন। পরিচালক পদে পদোন্নতি দিয়ে তাঁকে বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসে বহাল করা হয়েছে।
পদোন্নতির পর জনাব এহেসানুল হক চৌধুরী আজ সন্ধ্যায় মাননীয় গভর্নর ও ডেপুটি গভর্নর-৩ এর চেম্বারে গিয়ে দেখা করে গভীর কৃতজ্ঞতা জানান। এসময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ক্যাশ) নাসিমা সুলতানা ও অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ তাঁর সাথে ছিলেন।
এদিকে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরির বাসিন্দা এহেসানুল হক চৌধুরী পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় আর কে মিশন রোড অফিসার্স ডরমিটরি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ রাতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিচালক মোঃ ফজলার রহমান, অতিরিক্ত পরিচালক এম,ডি আবুল কালাম আজাদ, মোঃ ইকবাল হাসান, মোঃ সাইফুল আলম, মোঃ মহিউদ্দিন, বেলাল হোসেন, আব্দুল আহাদ, আবিদ হোসেন, সুমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন