সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা হলে সংশয় দূর হবে-ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার গঠর করার আগে নানা সংস্কারের প্রয়োজন রয়েছে তবে সংস্কারের সময় নিয়ে আছে মতানৈক্য। সংস্কারের পাশাপাশি নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা হলেই অনেক বিতর্কের অবসান হবে। অন্তর্র্বতী সরকারকে সংস্কারের জন্য আমরা যৌক্তিক এজটা সময় দিতে চাই এবং সহযোগিতাও করতে চাই। তবে একটা কথা মনে রাখতে হবে দেশের স্থিতিশীলতার স্বার্থেই সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জরুরি রাষ্ট্রকাঠামোর সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলত পারে নির্বাচনের সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সবার জন্য কাজ করা সহজ হবে অন্তবর্তী সরকার ১০০ দিন অতিবাহিত করলেও রাষ্ট্রের উপর সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয় এবং অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দিয়ে সংখ্যাানুপাতিক (পি আর পদ্ধতিতে) নির্বাচন উপহার দিতে হবে তাহলে হাজারো সমস্যা সমাধান হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের শাহপরান থানা শাখার ২৩ নং ওয়ার্ডে উদ্যোগে শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় ২৩ ওয়ার্ডের মাছিমপুর এলাকায় নতুন সদস্য সংগ্রহ উদ্বোধন করা হয় এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মের লোক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলনে যোগদানে প্রধান অতিথির বক্তব্যে ডা. রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন। ২৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার সহ- সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন ও,মো: সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মো: ইয়াসিন আহমদ, অর্থ সম্পাদক মো: গোলাপ মিয়া, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট ১৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোবারক হোসেন সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

শেয়ার করুন