ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউট সিলেট জেলার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মোত্তাকিন চৌধুরী।
গত বৃহস্পতিবার এই নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে একক বৈধ প্রার্থী হিসেবে থাকায় মো. আব্দুল মোত্তাকিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ছিলো আগামী ২ নভেম্বর।
মো. আব্দুল মোত্তাকিন চৌধুরী ওসমানীনগর উপজেলায় কর্মরত আছেন। তিনি রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দ্বায়িত্ব সফলতার সাথে পালন করেছেন।
ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউট সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি হিসেবে তার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথ পালনে তিনি সকলে সহযোগিতা কামনা করেছেন।
Visited 1 times, 1 visit(s) today