দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর ষ্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিক হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ইসমাইল আলী টিপু, সদস্য শামীম আহমদ তালুকদার, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মোঃ আবু বক্কর তালুকদার ও হাবিবা আক্তার প্রমুখ।
সভায় সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয় ও সেগুলো বাস্তবায়নে দ্বায়িত্ব বণ্টন করে দেয় হয়।