আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে মানববন্ধন করেছে পিস ফ্যাসিলিটিজ গ্রুপ (পিএফজি)। ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে দ্য হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় আজ বুধবার (০২ অক্টোবর) বেলা ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা সম্মুখে এ মানববন্ধন করে সংগঠনটি।
গোলাপগঞ্জ পিএফজি’র অন্যতম সদস্য সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পিএফজি’র অ্যাম্বাসেডর মোহাম্মদ আবুল হোসাইন, দ্য হাঙ্গার প্রজেক্ট, সিলেট এর একাউন্টস প্রতিনিধি মঞ্জুরুল রহমান, গোলাপগঞ্জ পিএফজি সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের সেলিম-সহ স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা- হিংসা, বিদ্বেষ, মারামারি, বিশৃঙ্খলা নৈরাজ্য পরিহার করে সমাজ তথা গোটা দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক অহিংস দিবসে গোলাপগঞ্জে পিএফজি’র মানববন্ধন
Visited 1 times, 1 visit(s) today