জাতির প্রত্যাশা পূরণে আমাদের অনেক মানবিক হতে হব–
অধ্যাপক ডাক্তার এম এ মতিন
স্বাস্থ্য সেবাকে জনগণের দোর গোড়ায় পৌছে দেয়ার লক্ষে ও কম খরচে বিশ্বমানের চিকিৎসাা সেবার অঙ্গিকার নিয়ে কাজ করছে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল । দেশ ও জাতির সেবায় এবং মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করবেন শুধু ডাক্তার হলেই চলবে না, জাতির প্রত্যাশা পূরণে আমাদের অনেক মানবিক হতে হবে।
শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিঃ এর বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম এ মতিন একথা বলেন । প্রতিষ্ঠানের পরিচালক ডা. সৈয়দ মোহাম্মদ মুসা এর পরিচালনায়
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম এ কাইয়ুম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা জনাব রবিউল ইসলাম।গত বছরের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন উপ ব্যাবস্থাপনা পরিচালক জনাব সোলায়মান আহসান তানভীর।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম আশিক আনোয়ার বাহার,পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মোসারফ হোসেন, পরিচালক অধ্যাপক ডা.এম আজির উদ্দিন আহমেদ, পরিচালক অধ্যাপক ডা. ছিদ্দিকুর রহমান, পরিচালক অধ্যাপক ডা. জামাল আহমেদ চৌধুরী, পরিচালক অধ্যাপক ডা. মোঃ হারুনুর রশীদ, পরিচালক সহযোগী অধ্যাপক ডা.এম এ হাই, পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এফ এম এ মোঃ মুসা চৌধুরী ,সাংবাদিক আফতাব চৌধুরী সহ অন্যান্য পরিচালক ও শেয়ার হোল্ডার বৃন্দ।