দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবীতে পাসপোর্ট অফিস অভিমুখে পদযাত্রা


অফিস অভিমুখে পদযাত্রা ৩০ সেপ্টেম্বর সোমবারবৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগের যুব সংগঠন, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবী উপস্থাপনের বলিষ্ঠ অরাজনৈতিক সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জন্ম নিবন্ধন তৈরীতে সহজীকরণ, জাতীয় পরিচয়পত্র তৈরী, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিস থেকে দুর্নীতি দূর দাবীতে ২ ঘন্টার অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। ২ ঘন্টার অবস্থান কর্মসূচী থেকে আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১.০০ ঘটিকায় পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট অভিমুখে পদযাত্রা ঘোষনা করা হয়।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বাংলাদেশের নতুনভাবে পথচলা শুরু হয়। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র আবার ফিরে পেয়েছে বাংলাদেশ। কিন্তু সরকারী বিভিন্ন অফিসে এখনও পর্যন্ত ৫ আগষ্টের পূর্বের অবস্থা বিদ্যমান। সব জায়গায় প্রতিনিয়ত দুর্নীতি চলছে! দুর্নীতি করালগ্রাসে আমরা সাধারণ জনগণ জর্জরিত। জন্ম নিবন্ধন তৈরীতে অনাকাঙ্খিত প্রতিকুলতা, জাতীয় পরিচয়পত্র তৈরীতে অযথা হয়রানী, পাসপোর্ট অফিসে চরমভাবে মার্কা ভোগান্তি ও বিআরটিএ অফিসে মারাত্মক অবাস্তব পরিস্থিতি সৃষ্টি করে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার আবার কখনো লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে। যা সাধারণ জনগণের জন্য বহন করা দুঃসাধ্য। তারপরও নিজের অত্যবশকীয় কাজ সমাধানের জন্য সরকারের নির্দিষ্ট ফি ছাড়াও দুর্নীতির কারণে অতিরিক্ত টাকা ব্যয় করে কাজ করতে হচ্ছে। সবকিছুর পরও আমরা সাধারণ জনগন দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। বক্তারা আরো বলেন,ছাত্রজনতার নতুন বাংলাদেশে সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, সিন্ডিকেটবাজ, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা করা প্রয়োজন। বক্তারা সাধারণ জনগনের টাকায় পরিচালিত সর্বপ্রকার সরকারী অফিস থেকে রাজনীতি বন্ধ করার জোর দাবি জানান।

জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেলের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ। দুই ঘন্টার অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। অবস্থান কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষক গনেন্দ্র চন্দ্র দেশমুখ, সিলেট মহানগরীর সংস্কার আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সভাপতি মাসুম মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর হোসেন, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, নবজাগরণ স্বেচ্ছাসেবা ফাউন্ডেশনের সদস্য মোঃ ইব্রাহিম মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মিল্লাত আহমদ, লাল মিয়া, মুহাম্মদ আব্দুর রহীম, সজিব আহমদ, রাইহানুল হক দাইয়ান, জয়নাল আবেদীন চৌধুরী, মোঃ হোসাইন মির্জা, সাদমি হোসেন সামি, ফাহাদুজ্জামান ফুয়াদ ও আবিদ মারজান।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন