সিলেটে এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত জুহান খান (২৪) সিলেট নগরের পীরমহল্লা এলাকার জহির খানের ছেলে এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজা। এ সময় জুহানের বন্ধু একই এলাকার সোহান আহমদ (২৫) আহত হয়েছেন।
Visited 1 times, 1 visit(s) today