সিলেটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শাহ সুফি আব্দুল কাইউমের ‘মাজার’

সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়া এলাকায় শাহ সুফি আব্দুল কাইয়ুমের ‘মাজার’ গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

তবে পুলিশ বলছে- সেটি একটি পারিবারিক কবরস্থান।

শনিবার বিকালে শাহপরাণ থানার ওসি মো. মনির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই স্থানটি পারিবারিক কবরস্থান। ওই পরিবারের সদস্যরা বিদেশে থাকেন। তবে সেখানে মাঝে মধ্যে কিছু লোকজন এসে জন্ম ও মৃত্যুবার্ষিকীর সময় বসে দোয়া করতেন।

তবে খাদিমপাড়ার স্থানীয়রা জানিয়েছেন, শাহ সুফি আব্দুল কাইউমের মাজারে প্রতি বছর ওরস হত। একই এলাকার শাহপরাণের মাজারে গান-বাজনা নিষিদ্ধ করার পর শাহ সুফি আব্দুল কাইউমের এই মাজারটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তারা আরও জানান, শুক্রবার সকালে ১০ থেকে ১২ জনের একটি দল এ কাজটি করেছে। তবে এ সময় স্থাপনাটি রক্ষায় কেউ এগিয়ে আসেননি।

শাহ সুফি আব্দুল কাইউমের নাতি মো. আবদুল বাকী চৌধুরী সাংবাদিকদের বলেন, ওই স্থানটি তাদের পারিবারিক কবরস্থান। তার দাদা শাহ সুফি আব্দুল কাইউম একজন আলেম ছিলেন। তার অনেক ভক্ত ছিলেন। তাকে দাফনের পর সেখানেই ভক্তরা মাজার হিসেবে এটি গড়ে তুলেছেন।

তালা দেওয়া ঘরটি দেখিয়ে আবদুল বাকী চৌধুরী বলেন, সেখানে তার ভক্তরা থাকেন। দেশের বিভিন্ন স্থান থেকে তার ভক্তরা আসেন। তার দাদার ভক্তরা কবরস্থানটিকে মাজার হিসেবে তৈরি করলেও তারা সেটিকে পারিবারিক কবরস্থান বলেই দেখেন।

কবরস্থানে তার দাদি, বাবা, চাচা, চাচিসহ ভাতিজা এবং ভাতিজিদের দাফন করা হয়েছে। ভাঙচুরকারীরা মোটরসাইকেল ও প্রাইভেট কারে করে এসেছিলেন। স্থানীয় এক-দুজন তাদের দেখেছেন। মাজারের কোনো খাদেম নেই। তার ভক্তরাই খাদেমের দায়িত্ব পালন করেন। পরিবারের কেউ এতে জড়িত নন বলে জানান আবদুল বাকী চৌধুরী।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন