পৃথিবীর কোলাহল শেষে যখন অন্ধকার নেমে আসে
তখন নীড়ে ফেরা পাখিদের মতো
আমিও ছুটে আসি তোমার ভালোবাসার টানে।
তোমাকে দেখলেই বিবাদী মনের অবচেতনে
তৃষ্ণা জেগে ওঠে ব্যগ্রের অন্তঃকরণে।
শরতের দুরন্ত মেঘ পেরিয়ে জোছনা মাখা রাতের প্রত্যঙ্গে
বশীভূত আমি যখন প্রচণ্ড নেশায় মাতাল-
তখন তোমার থেকে প্রত্যাখ্যান হতে হতে
নিমেষহীন মিলিয়ে যাই নিঃসৃত জলের বিন্দুতে।
তখন নিজেকে খুঁজে পেতে তোমার অস্তিত্বের মাঝে
অভিযান চালাই গোপনীয় অলিগলির আয়না ঘরে।
অন্ধকার পেরিয়ে দিনের আলো প্রস্ফুটিত হতে না হতেই
তোমাকে দেখার ভয়ানক নেশায় আসক্ত আমি।
কখনো চোখে চোখ পড়তেই অমায়িক হেসে
সরিয়ে নাও আমার থেকে তোমার সুদৃষ্টি।
এভাবেই বাকচাতুর্যের মোহময় ভালোবাসার পরিব্যাপ্তি
ছড়িয়ে থাকে তোমার আমার আঙিনা জুড়ে।
জেনে যাক অগণিত পৃথিবীর গ্রহ-মণ্ডলীয় নক্ষত্রপুঞ্জ,
তোমাকে আমি ভালোবাসি, আমাকেও তুমি।
Visited 1 times, 1 visit(s) today