চোর

আব্দুস সাদেক লিপন :

বর্ণ চোরা লোক গুলো সব

পন‍্য করে চুরি

মিছিল মিটিং সভায় তারা

দেখায় উরাউরি।

চুরি করে বাটার জুতো

ভাঙ্গে হোটেল ক‍্যাশ

কোথায় যেন ষড়যন্ত্র

উথাল করে দেশ।

চুরি করে চোর হওয়া যায়

মালিক বনা যায়না

ছাগল নিয়ে টানাটানি

বাঘ সিংহ হায়না।

টরোন্টো কানাডা

শেয়ার করুন