এক- কখনো কি
বৃষ্টি কেন আকাশ থেকে নামে
চাতক কেন মেঘের পানে চায়
কারণগুলো বন্ধু তুমি হর-হামেশা খুঁজো
তোমার চোখে রাখি আমার চোখ
কেন রাখি, কখনো কি তার মানেটা বুঝো ?
#দুই জানাও জলদি করে
দুই-
সব কথা প্রেম নয় কোন কোন কথা
সব লেখা গল্প নয় কোনটা কবিতা
সকল রমণী কুলে হয় কী-গো এক নামে ডাকা
মাতা,ভগ্নী,কন্যা কেউ আর কেউ শুধুই প্রেমিকা
কী নামে ডাকতে পারি জানাও জলদি করে লেখার হরফে
ভালবাসি- এই কথা আমি শুধু বলতে পারি আমার তরফে