আশ্রয়প্রার্থীদের দায়িত্ব কেন্দ্রকেই নিতে হবে, হোয়াইটহাউজকে গভর্নর হোকুল

আশ্রয়প্রার্থীদের দায়িত্ব কেন্দ্রকেই নিতে হবে, হোয়াইটহাউজকে গভর্নর হোকুল

আবদুল আহাদ, যুক্তরাষ্ট্র, করেসপন্ডেন্টঃ  হোয়াইট হাউজের কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানালেন, আশ্রয়প্রার্থীদের কিভাবে দ্রুত কাজ দেওয়া যায় সে ব্যাপারে তিনি জোর দিয়েছে। বিষয়টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা যাতে হোয়াইটহাউজ বুঝতে পারে সেটাই আমি চাই, বললেন হোকুল। আমি মনে করি এটি একটি কেন্দ্রীয় সঙ্কট, আর কেন্দ্রকেই এর দায়িত্ব নিতে হবে, বলেন তিনি। হোয়াইটহাউজ এখন বুঝতে পারছে, যথেষ্ট সময় গড়িয়ে গেছে, আর পরিস্থিতি ক্রমান্বয়ে আরও খারাপ হচ্ছে, এক সাক্ষাৎকারে বলেন নিউইয়র্ক গভর্নর। তিনি জানান, আশ্রয়প্রার্থীদের যারা ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনস অ্যাপ ব্যবহার করছেন তারা তাদের কাজের স্ট্যাটাস সম্পর্কে আপডেট পাবেন। “যখনই তারা কোনো বার্তা পাবেন, আপনাকে কাজের জন্য আবেদন করতে হবে কিংবা আপনি কাজের জন্য এলিজিবল, তখন আমরা তাদের সহায়তা করবো।” এগুলো হয়তো একটা পথ, তবে পূর্ণাঙ্গ সমাধান নয়, বলেন হোকুল। তিনি জানান, মাইগ্র্যান্টদের এই সঙ্কট মোকাবেলায় হোয়াইটহাউজ কর্মীদলও পাঠাবে। ডিএইচএস’র স্টাফরা ম্যানহাটনে এসে অ্যাসাইলামপ্রার্থীরা যাতে বৈধভাবে তাদের আবেদন জমা করতে পারেন সে লক্ষ্যে কাজ করবেন। এই বৈঠকের পর প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি পাঠান হোকুল। তাতে তিনি মাইগ্র্যান্ট সমস্যা সমাধানে কেন্দ্রের আরও সহযোগিতা চান। গত বুধবারের ওই বৈঠকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জেফ জিয়েন্টস, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস ও উচ্চ পর্যায়ের আরও কয়েকজন উপস্থিত ছিলেন। আমি আবারও আমার কথাগুলো জোর দিয়ে বলেছি, আগেও আমি যেগুলো বলেছি শ্রমিক নেতাদের সামনে, সরকারি নেতৃত্বের সামনে, ব্যবসায়ী নেতাদের তথা মেয়রকে, বলো হোকুল। পরে বুধবার রাতে হোয়াইটহাউজ এক বিবৃতিতে জানায়, এ ধরনের আলাপচারিতা চালিয়ে যাওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে অভিবাসন সংস্কার কর্মসূচি অনুমোদন করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানায় হোয়াইটহাউজ। আশ্রয়প্রার্থীদের জন্য আশ্রয়স্থল নির্মানে আরও ৬০০ মিলিয়ন ডলার বরাদ্দ পাশ করার ব্যাপারেও কংগ্রেসের প্রতি আহ্বান জানায় বাইডেন প্রশাসন। বিস্তারিত