
সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ বলেছেন প্রবাসীরা আমাদের অহংকার দেশের স্বাধীনতা সংগ্রাম,উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তা সহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাইক্লোন কানাডা টরেন্ট বাঙ্গালীদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য সৃষ্টির পাশাপাশি কল্যাণময় সমাজ নির্মাণে যে কাজ করছেন তা একদিন স্বীকৃতি পাবে ইতিহাস সৃষ্টি করবে। সাইক্লোন কানাডা আয়োজিত সংবর্ধনা সভায় তিনি একথা বলেন।
দশ সেপ্টেম্বর রাতে সাইক্লোন কানাডা উদ্দোগে টরেন্টোর ডেনফোথ পদ্মা রেস্টুরেন্টে অ্যাডভোকেট আবদুস সাদেক লিপনের সভাপতিত্বে এবং আবদুল বাতিন ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওর, সাবেক চেয়ারম্যান মামূনৃর রশিদ, ব্যারিস্টার ওয়াসিম আহমদ, টরেন্টোর বিশিষ্ট ব্যবসায়ীএহসানুল হক চৌধুরী, কবি সাবিনা আনোয়ার, রোটারীয়ান কফিলউদ্দিন বাবলু, রোটারীয়ান মোহাম্মদ আবদুর রশিদ, রোটারীয়ান আমানউদ্দিন আহমদ, সোহেল মাহমুদ,রোটারীয়ান তফজজুল হোসেন কিবরিয়া, তপু রায় প্রমুখ।।