
সিফডিয়া’র মতো অন্যান্য সংগঠন এই মানুষগুলোর
পাশে দাড়ালে তাদের কষ্ট খানিকটা লাগব হবে
রমজান মাস ও রোজা বান্দার জন্য আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ। রোজাদারকে ইফতার করানোর মাধ্যামে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড মাস মিডিয়া (সিফডিয়া) সবসময় দিনমজুর ও অসহায় মানুসদের কর্যাণে কাজ করে থাকে এরই ধারাবাহিকতায় আজ বেদে সম্প্রদায়ের মধ্যে ইফতার বিতরণ করেছে। সিফডিয়া’র মতো অন্যান্য সংগঠন এই মানুষগুলোর পাশে দাড়ালে তাদের কষ্ট খানিকটা লাগব হবে।
শুক্রবার ( ১৪ মার্চ ) বিকালে পরগনা বাজারে গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড মাস মিডিয়া (সিফডিয়া)’র উদ্দ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ইফতার বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।
সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে ও সিফডিয়ার সদস্য শেখ আব্দুস শহিদ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিফডিয়ার উপদেষ্ঠা ও জুলকার নায়েন ফাউন্ডেশন এর চেয়ারম্যান জুলকার নায়েন, সিফডিয়ার অফিস সহকারী আফজল আহমদ প্রমুখ।
উল্লেখ্য:- প্রায় শতাধিক বেদে সম্প্রদায়ের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
ক্যাপশন:-গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড মাস মিডিয়া (সিফডিয়া)’র উদ্দ্যোগে বেদে সম্প্রদায়ের মধ্যে ইফতার বিতরণ করছেন সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশীদসহ সিফডিয়ার নেতৃবৃন্দ