সিফডিয়া’র মতো অন্যান্য সংগঠন এই মানুষগুলোর
পাশে দাড়ালে তাদের কষ্ট খানিকটা লাগব হবে
রমজান মাস ও রোজা বান্দার জন্য আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ। রোজাদারকে ইফতার করানোর মাধ্যামে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড মাস মিডিয়া (সিফডিয়া) সবসময় দিনমজুর ও অসহায় মানুসদের কর্যাণে কাজ করে থাকে এরই ধারাবাহিকতায় আজ বেদে সম্প্রদায়ের মধ্যে ইফতার বিতরণ করেছে। সিফডিয়া’র মতো অন্যান্য সংগঠন এই মানুষগুলোর পাশে দাড়ালে তাদের কষ্ট খানিকটা লাগব হবে।
শুক্রবার ( ১৪ মার্চ ) বিকালে পরগনা বাজারে গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড মাস মিডিয়া (সিফডিয়া)’র উদ্দ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ইফতার বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।
সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে ও সিফডিয়ার সদস্য শেখ আব্দুস শহিদ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিফডিয়ার উপদেষ্ঠা ও জুলকার নায়েন ফাউন্ডেশন এর চেয়ারম্যান জুলকার নায়েন, সিফডিয়ার অফিস সহকারী আফজল আহমদ প্রমুখ।
উল্লেখ্য:- প্রায় শতাধিক বেদে সম্প্রদায়ের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
ক্যাপশন:-গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড মাস মিডিয়া (সিফডিয়া)’র উদ্দ্যোগে বেদে সম্প্রদায়ের মধ্যে ইফতার বিতরণ করছেন সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশীদসহ সিফডিয়ার নেতৃবৃন্দ
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net