এ এইচ জেড এসোসিয়েট বিডির বার্ষিক সাধারণ সভা

এ এইচ জেড এসোসিয়েট বিডির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার গাজিপুরের রাজেন্দপুর রিসোর্টে অনুষ্ঠিত হয়। এজি এমে এ এইচ জেড কর্মরত দেশের সকল শাখা থেকে বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করেন। aha জেড কর্ণধার জনাব গেোলাম মর্তুজা ও জহিরুল হক সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও কাজের অগ্রগতি বিষয়ক বক্তব্য রাখেন। তারা প্রতিষ্ঠানে কর্মরত সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আরো সততা,দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে এ এইচ জেড এর আরো সুনাম ও ভাবমুর্তি বৃদ্ধির আহবান জানান।
অনুষ্ঠানে এ এইচ জেড বিডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, বিভিন্ন পদস্হ কর্মকর্তা, শাখা ম্যানেজারগণ তাদের পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

এজিএমে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজের গতিশীলতা বাড়িয়ে আগত শিক্ষাত্রীদের উচ্চ শিক্ষা লাভে যুক্তরাজ্য গমনে সহায়তার জন্য আরো দক্ষ ও আন্তরিক হবার পরামর্শ দেন। বিভিন্ন পর্বে বিভক্ত এজিএমে অংশ গ্রহণকারীদের জন্য ফুটবল, ক্রিকেট, বেডমিন্টন, দৌড়,মুরগের লড়াই, লং ঝাম্পসহ নানা রকম খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এ এইচ জেড বিডির কান্টি ম্যানেজার এম,এ,ওয়াহিদ।

এজিএমে অংশ গ্রহণ নেওয়া বিভিন্ন কাউন্সিলার, কমপ্লায়েন্সসহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীকে কর্মক্ষেত্রে পেশাগত অবদানের জন্য নানা পুরক্ষারে ভূষিত করা হয়।

শেয়ার করুন