গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরীর গণসংযোগ-সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট ৪ আসনের জনগন আমাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় অতীতেও কোনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। উন্নয়নের প্রশ্নে কোনো ধরনের বাধা বা রক্তচক্ষু আমাকে দমাতে পারবে না। উন্নয়ন করতে গেলে অনেক সময় কাদা ছোড়াছুড়ি হয়, ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে অনেকে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমি পরিষ্কার বলে দিতে চাই, এলাকার স্বার্থে, জনগণের অধিকার আদায়ে আমি বিন্দুমাত্র কম্প্রোমাইজ করব না। তিনি বলেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি, হয়রানি-হানাহানি, হিংসা, বিদ্বেষ পরিহার করে পরিবার-সমাজে শান্তি-স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখব। হিংসা ব্যক্তি- পরিবার সমাজকে ধ্বংস করে দেয়।
শনিবার (৩১ জানুয়ারী-২০২৬) গোয়াইনঘাট  উপজেলার ৭নং নন্দিরগাঁও ও রুস্তুমপুর ইউনিয়নে দিন ব্যাপি আয়োজিত সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এর পূর্বে তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খান টি এস্টেটে চা শ্রমিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, দেশ মাতা-আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আমাকে সিলেট-৪ আসনের মানুষের সেবা করার জন্য পাঠিছেয়েছেন। আমি এই অঞ্চলে আসার পূর্বে  আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সাথে কথা বলে এসেছি, তিনি এদেশের  প্রধানমন্ত্রী হলে আমার আসনের মানুষের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন। আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন আর বিএনপি-জমিয়ত ঐক্যজোট ক্ষমতায় যায় ইনশাআল্লাহ জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হবে।
পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির জেলা উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সেক্রেটারী মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি উসমান গণী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সহ-সভাপতি উসমান গণী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মশাহিদ খান, মাওলানা নেছার আহমদ কয়েস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূইয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মো: দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম আলী  সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া,ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হোসেন জামাল, যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।

শেয়ার করুন