সিলেট মিডটাউন রোটারি ক্লাবের উদ্যোগে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলে রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ জাকির আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম এবং রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি রোটারিয়ান মোহাম্মদ জাকির আলী। বিভিন্ন পেশায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান করা হয়— সাংবাদিকতায়: সাংবাদিক সুবর্ণা হামিদ (সভাপতি, উইমেন্স জার্নালিস্ট ক্লাব) চিকিৎসা সেবায়: ডা. তানভীরুল আরেফিন, চিফ কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, ভিক্টোরিয়া হাসপাতাল উদ্যোক্তা ও শিল্পখাতে: জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত প্রতিষ্ঠান দুধওয়ালা-এর কর্ণধার তরুণ উদ্যোক্তা শাকিলউজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫, বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ এবং কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ। স্বাগত বক্তব্য দেন ক্লাব ফ্যাসিলিটেটর রোটারিয়ান পিপি মো. আতিকুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান এ এস এম জি কিবরিয়া, রোটারিয়ান আমিনুল ইসলাম, মাহবুব লস্কর, ফজল আহমদ সাগর, এডভোকেট জুমারা জাহান চৌধুরী, আয়েশা মনি, ফাতেমা বেগম, সাংবাদিক সুবর্ণা হামিদের মা জাহানারা খানম মিলন, সাংবাদিক সাদিকুর রহমান সাকী, সাংবাদিক মামুন হোসেন, উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি সাংবাদিক শাকিলা ববি, ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরী, শামিম আহমদসহ বিভিন্ন পেশার বিশিষ্টজন। সভা শেষে ক্লাব প্রেসিডেন্ট ফেলো ডিনারের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।