জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আজ আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লব আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। যে স্বপ্নে কোনো বৈষম্য ও স্বৈরাচারী থাকবে না। এখন সময় এসেছে সেই স্বপ্নের বাস্তবায়নের । এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য আসিনি, এসেছি ব্যবস্থার পরিবর্তনের জন্য। ভোট একটি পবিত্র আমানত। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
তিনি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেট নগরীর শাহপরান (র.) থানাধীন মেজরটিলা বাজার এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রতিদিনকার মতো এদিনও অসংখ্য মানুষ মাওলানা হাবিবুর রহমানের গণসংযোগে যোগ দেন। তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কথাও বলেন। সুন্দর ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লারর বিকল্প নেই বলেও জানান তারা।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- শাহজালাল মিরাবাজার জামেয়ার সাবেক প্রিন্সিপাল মজির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাসুক আহমদ, শাহপরান (র.) থানা আমীর শামীম আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, সহকারী সেক্রেটারী মঞ্জুর রহমান, শাহ মাহমুদুল হক, কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আহবাবুর রশীদ চৌধুরী লিমন, সৈয়দ ফরহাদ হোসেন, রাকিব আহমদ, আব্দুল হাই কুতুব ও রেদওয়ান আহমদ প্রমুখ।