
ময়নুল হক চৌধুরী হেলাল তাঁর রচিত 'আরবের পথে প্রান্তরে' ও 'মিশরের পথে প্রান্তরে' গ্রন্থদ্বয়ে ইতিহাস-ঐতিহ্য এবং বিশ্বাসের মেলবন্ধন ঘটিয়েছেন। তাঁর লেখায় কেবল ইতিহাসের বাঁক-বদলের কথা আসেনি, তিনি হারানো ঐতিহ্যের পুনরুদ্ধারে মুসলিম জাতিকে এগিয়ে আসার আহ্বানও করেছেন। তাঁর রচিত গ্রন্থ দুটি বিশ্বাস এবং ঐতিহ্য চর্চায় মানুষকে উদ্বুদ্ধ করবে।
সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা 'পাণ্ডুলিপি প্রকাশন'-এর উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, সংগঠক, গবেষক ও ব্যবসায়ী ময়নুল হক চৌধুরী হেলাল রচিত দুুটি গ্রন্থ 'আরবের পথে প্রান্তরে' ও 'মিশরের পথে প্রান্তরে'-এর প্রকাশনা অনুষ্ঠান ও প্রীতিসম্মিলনে বক্তারা এসব কথা বলেন। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, বর্ষীয়ান সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক ও সংগঠক কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের বিভাগের প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সংগঠক আবুল কালাম আজাদ ছোটন এবং অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থদ্বয়ের লেখক ময়নুল হক চৌধুরী হেলাল। অনুষ্ঠানে গ্রন্থদ্বয়ের ওপর বায়েজীদ মাহমুদ ফয়সল রচিত মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও শিক্ষক সেনুয়ারা আক্তার চিনু।
কবি মামুন সুলতান ও উপস্থাপক আবু জাফর মো. সালেহ-এর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি ও গীতিকার বেলাল আহমদ চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড. সৈয়দ মাসুক আহমেদ, অলিউদ্দিন শামীম, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মতিউর রহমান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য ছয়ফুল করিম চৌধুরী হায়াত, অ্যাডভোকেট কামাল তৈয়ব, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সংগঠক নেছারুল হক চৌধুরী বুস্তান, সংগঠক সৈয়দ কাপ্তান মিয়া, গবেষক ড. মোস্তফা মোশতাক, গবেষক তাবেদার রসুল বকুল, শিক্ষাবিদ ও নাট্যকার ফাতির আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কবি জান্নাত আরা পান্না, অ্যাডভোকেট জোছনা ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত থেকে করেন ক্বারী মাজহারুল ইসলাম জয়নাল।
সম্মানিত অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, ময়নুল হক চৌধুরী হেলাল আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব। সুদূর প্রবাসের ব্যবসায়িক ও সাংগঠনিক ব্যস্ততার পরও তিনি লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, এটা বেশ প্রশংসনীয়।
বর্ষীয়ান সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, ইতিহাস-ঐতিহ্য আমাদেরকে ভাবতে শেখায়। বিশ্বাস আমাদেরকে পরিচালিত করে। ময়নুল হক চৌধুরী হেলাল রচিত 'আরবের পথে প্রান্তরে' গ্রন্থটি আমাদের বিশ্বাসবোধকে শানিত করবে। আর 'মিশরের পথে প্রান্তরে' গ্রন্থটি আমাদেরকে ইতিহাস-ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেবে।
বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক ও সংগঠক কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, ময়নুল হক চৌধুরী হেলালের একটি ভালো দিক রয়েছে। তিনি নানাবিধ ব্যস্ত থাকা সত্ত্বেও বই রচনায় ব্রতী হয়েছেন। তাঁর রচিত গ্রন্থগুলো আমাদেরকেও সৃজনশীল চিন্তাচেতনায় উদ্বুদ্ধ করবে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী বলেন, ময়নুল হক চৌধুরী হেলাল রচিত 'আরবের পথে প্রান্তরে' গ্রন্থটি মক্কা-মদিনার অনেক ঐতিহাসিক স্থান সম্পর্কে আমাদেরকে অবগত করবে। 'মিশরের পথে প্রান্তরে' গ্রন্থটি মিশর সভ্যতার সাথে আমাদেরকে পরিচিত করবে। গ্রন্থ দুটোর পাঠ-পঠন পর্যালোচনা জরুরি।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, ময়নুল হক চৌধুরী হেলাল একজন ব্যবসায়ী ব্যক্তিত্ব। এর পাশাপাশি তাঁর বহু গুণাবলি সম্পর্কে আমি অবগত। তাঁর সাথে আমার সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ট। তাঁর লেখালেখি আরো সুদূরপ্রসারী হোক, এই কামনা করি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের বিভাগের প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান বলেন, বাংলা সাহিত্যের অনেক বিখ্যাত লেখক ভ্রমণকাহিনী লিখেছেন। তাঁদের লেখার মধ্যে বৈচিত্র্য লক্ষণীয়। ময়নুল হক চৌধুরী হেলাল তাঁর গ্রন্থদ্বয়ে সভ্যতা-সংস্কৃতি এবং বিশ্বাসের কথা উঠে এসেছে। গ্রন্থগুলো সময়ের আলোকে মূল্যায়িত হবে।
অনুভূতি ব্যক্ত করে গ্রন্থদ্বয়ের লেখক ময়নুল হক চৌধুরী হেলাল বলেন, সাংগঠনিক কাজের সূত্রধরে আমাকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে হয়েছে। আমি চেষ্টা করেছি, ওইসকল দেশের ইতিহাস-ঐতিহ্য জানার এবং সেই দৃষ্টিকোণ থেকে গ্রন্থ রচনায় উদ্বুদ্ধ হয়েছি। আমি চাই, মুসলিমরা ইতিহাস-ঐতিহ্যের সাথে পরিচিত হোক এবং তাদের হারানো গৌরব ফিরে পেতে চেষ্টা অব্যাহত রাখুক।
সভাপতির বক্তব্যে বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, ময়নুল হক চৌধুরী হেলাল একজন প্রতিশ্রুতিশীল লেখক। তাঁর রচিত গ্রন্থগুলো প্রকাশ করতে পেরে পাণ্ডুলিপি প্রকাশন গর্ববোধ করছে। পাণ্ডুলিপি প্রকাশনের প্রতি ভালোবাসায় আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net