শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসার অপরিহার্য, কারণ এটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, দলগত কাজের দক্ষতা এবং শৃঙ্খলাবোধ তৈরি করে। নিয়মিত খেলাধুলা মানসিক চাপ কমিয়ে পড়াশোনায় মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে। সুস্থ জাতি ও সুনাগরিক গঠনে শিক্ষার সাথে খেলাধুলার সংমিশ্রণই সর্বোত্তম উপায়।
তিনি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মালেকা খানমের সভাপতিত্বে ও মো: ফরিদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: জমির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক তামান্না রহমান। আরও উপস্থিত ছিলেন কলেজের ক্রীড়া শিক্ষক শিপ্রা দেব, সহকারী অধ্যাপক মহরম আলী, মহীতোষ তালুকদার, গুলশান আরা, ফাহিমা আক্তার চৌধুরী, শোভা রাণী দত্ত, রেজাউর রহমান, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম. প্রভাষক মো:  আবুল বাছিত, প্রভাষক মোরশেদ শাহ্. সহকারী শিক্ষক যুম্নাম উজ্জ্বলা, সহকারী শিক্ষক রুমা রাণী চৌধুরী, মিমুছা মাকবুল, লাকী আক্তার, মনিরা পারভীন মুক্তা, আব্দুল করিম, টিপু সুলতান, হোসাইন আহমদ, অর্পণ পাল, রিংকু আচার্য, বাচ্চু দাস ও সহকারী শিক্ষক সুব্রত কুমার প্রমুখ।  

শেয়ার করুন