তালামীযে ইসলামিয়ার সাথে হযরত ফুলতলী ছাহেবকিবলাহ (র.)-এর গভীর আত্মিক সম্পর্ক ছিল

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সাথে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্পর্ক ছিল গভীর আত্মিক। তিনি তালামীযে ইসলামিয়ার জন্য হৃদয় নিংড়ানো দরদ পোষণ করতেন এবং রাসূল সা. এর রাওদা শরীফের পাশে বসে এ সংগঠনের জন্য অঝোর ধারায় কান্না করেছেন। এ সংগঠনের স্বকীয়তা রক্ষা ও যুগে যুগে যোগ্য মানুষ তৈরি হওয়ার পেছনে এই সংগঠনের মকবুলিয়াতই প্রধান ভূমিকা পালন করছে। ইসলামের নামে অনেকেই মিথ্যার আশ্রয় গ্রহণ করে। কিন্তু তালামীযে ইসলামিয়ার কর্মীরা কখনো মিথ্যার আশ্রয় নেয় না। সত্যের পতাকা উড্ডীন রাখতে এ সংগঠনের কর্মীরা কাজ করছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ‘হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.-এর জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ আছর সিলেটের অভিজাত একটি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। তিনি বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ছিলেন যুগের মহান সংস্কারক। তাঁর চিন্তা-চেতনা ও কর্মধারা অনুসরণ করেই তালামীযে ইসলামিয়া দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

সংগঠনের সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ ও সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া কারী সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা আশরাফুর রহমান, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন- আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি আহমদ আল মনজুর, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি ইমরান আহমদ সুফি, মো. আব্দুল মান্নান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সুনামগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল এহসান জাবির, সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল প্রমুখ।

শেয়ার করুন