
১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কেউ
অন্যায়-অবিচারের শিকার হবেন না
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমাদের দেশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিচারব্যবস্থা ছিল পরাধীন। বিগত বছরগুলোতে আইনের শাসনের যে অভাব ছিল, তা দূর করার জন্য জামায়াত দেশের ২৬টি আসনে আইনজীবীদের প্রার্থী করেছে। জামায়াত বারবার অন্যায়, অবিচার ও জুলুমের শিকার হলেও কখনো কাউকে অন্যায়ভাবে আঘাত করে নি। আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে সেখানেও কারো সাথে কোনো অন্যায় করবো না। আমাদের বিচারব্যবস্থা থাকবে স্বাধীন। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কেউ অন্যায়-অবিচারের শিকার হবেন না।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির একটি হলে সিলেট-১ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার উদ্যোগে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, দেশের সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষায় আইনজীবীদের অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের ভয়ভীতিহীনভাবে কেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরিতে সহায়তা করতে হবে আপনাদেরকে। ভবিষ্যতে যদি আমরা ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ আইনজীবীদের সামাজিক ও পেশাগত মর্যাদা পুনরুদ্ধারে সংসদে জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবো।
বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এপিপি মো. আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আব্দুল খালিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মো. সামছুল হক, সিনিয়র আইনজীবী এডভোকেট মু. এরশাদুল হক, এডভোকেট মিনহাজ উদ্দিন খান, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগরের সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও এনসিপি সিলেট মহানগরের আহবায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল।
এডভোকেট সালেহ আহমদের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সুচীত নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য রাখেন- এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট মাসহুদ আহমেদ মহসিন, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট ইয়াছিন খান, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট সোলেমান আলী, এডভোকেট বাহারুল ইসলাম, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট রবিউল ইসলাম ও দলিল লেখক ইউনিটের সভাপতি আবু হায়দার প্রমুখ।
এর আগে মঙ্গলবার দুপুরে সিলেট কোর্ট প্রাঙ্গণে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net