
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ দুর্নীতিবাজ, ঋণখেলাপি, দুর্বৃত্ত, উগ্রবাদ ও ধর্ম ব্যবসায়ী মনা প্রার্থীদের বয়কট, সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করতঃ ও গণভোটের সমর্থনে ২৬ জানুয়ারি সোমবার বিকেল ৩ টার সময় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক বিরাট নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
নাগরিক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে নির্বাচনে মানেই টাকার খেলা। একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে করলেও কোটি টাকা ব্যয় করতে হয়। আর জাতীয় সংসদ নির্বাচন করলে তো কথায় নেই। কোটিপতিদের ভিড়ে আলোচিত গরীব প্রার্থীর অসহায়। নির্বাচনের তফশিল ঘোষণার সাথে সাথে জুলাই সম্মুখ সারির যোদ্ধা ওসমান শরীফ হাদী নিহত হওয়ার পর থেকে খুন-নৈরাজ্য থেমে নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। এবারের সংসদ ইচ্ছা পূরণের সংসদ ও কোটিপতিদের ক্লাবের পরিণত না হয় সে লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে দুর্নীতিবাজ, ঋণখেলাপী ও উগ্রবাদ প্রার্থীদের পরাস্ত করতেই হবে।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেলে (অবঃ) সৈয়দ আলী আহমদ বলেন, গণমাধ্যমে প্রকাশ, টিআইবি’র বিশ্লেষণে নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে সাড়ে ২৫ শতাংশের কোন না কোন ঋণ বা দায় রয়েছে। তাদের মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮ শত ৫২ লাখ টাকা। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ ১৭ হাজার ৪ শত ৭১ কোটি টাকার বেশি। বিএনপি’র প্রার্থীদের মধ্যে ৫৯.৪১ শতাংশ ঋণ বা দায় গ্রস্থ। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার প্রায় ৩৩ শতাংশ, জাতীয় পার্টির ২৭ শতাংশ, কমিউনিস্ট পার্টির ২৫ শতাংশ, বাংলাদেশ জামায়তে ইসলামীর ২২.২৬ শতাংশ প্রার্থী ঋণ বা দায়গ্রস্থ। দেশবাসী কোটিপতি, লুটেরাদের সংসদ সদস্য হিসেবে দেখতে চায়না।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহবান জানিয়ে বলেন, লাখো শহীদের রক্তে কেনা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করতে হলে মানুষরূপী জানোয়ার, দুর্নীতিবাজ, ঋণখেলাপীদের ব্যালটের মাধ্যমে বয়কট করার আহবান জানান।
কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব ও যুব ফোরামের যুগ্ম আহবায়ক রিকন তালুকদার লিখনের যৌথ পরিচালনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেলে (অবঃ) সৈয়দ আলী আহমদ। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ লায়েক মিয়া, যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, ফোরামের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক- অরুণ চন্দ্রনাথ এডভোকেট, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, অর্থ সম্পাদক ড. চিন্ময় চৌধুরী, সহ অর্থ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সহ শ্রম বিষয়ক সম্পাদক- শ্রমিক নেতা মিজান গাজী, সিলেট কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ.এম.কিউ মঈনুল ইসলাম আশরাফী, কেন্দ্রীয় সদস্য মাইন উদ্দিন, মশিউর রহমান, আবু তাহের, যুব ফোরামের যুগ্ম আহবায়ক- মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net