খন্দকার মুক্তাদিরের গণসংযোগ রূপ নিল বিশাল গণমিছিলে


সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, এবার সেই সুযোগ এসেছে—তাই সকলে যেন ভোরেই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।  
মঙ্গলবার রাত ৮টায় নগরীর মিয়া ফাজিল চিস্ত এলাকায় ১ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে একপর্যায়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। খন্দকার মুক্তাদির বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে হবে। নিজের ভোটটি যেন প্রথম ভোট হয়—এমন প্রতিযোগিতা থাকতে হবে সকল ভোটারের মধ্যে।”
তিনি আরও বলেন, দায়িত্ব পেলে নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দখল হওয়া খাল উদ্ধার এবং নদী খননের উদ্যোগের মাধ্যমে সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
কর্মসংস্থান প্রসঙ্গে ধানের শীষের এ প্রার্থী বলেন, সিলেটে শিল্প-কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। শিল্পায়ন হলে স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে তারা কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে।
বিএনপি নেতা আরিফ আহমদ মমতাজ রিফার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকিরের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি মাহবুব কাদীর শাহী, প্রফেসর ফরিদ আহমদ, জিয়াউল হক জিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না ও সাধারণ সম্পাদক নজির আহমদসহ দলীয় নেতাকর্মীরা।
খন্দকার মুক্তাদিরের গণসংযোগ রূপ নিল বিশাল গণমিছিলে:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পূর্বঘোষিত কর্মসূচি গণসংযোগ সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় থেকে শুরু হয়। দুপুর ১২টার এই কর্মসূচির শুরুর আগেই ঢল নামলো জনতার। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই গণসংযোগ কর্মসূচি রূপ নেয় বিশাল গণমিছিলে।
বিএনপির সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। পাঠানটুলা থেকে মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদবাজার, হাজীপাড়া, বনকলাপাড়া, পীরমহল্লা, খাসদবীসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল ছিটিয়ে স্বাগত জানান নানা বয়সী মহিলারা। খন্দকার মুক্তাদির তাদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন শ্রেণি-পেশার এসব মহিলা তাঁকে জানান, দীর্ঘ প্রায় দেড় যুগ তারা ভোট দিতে পারেননি। এবার ধানের শীষে ভোট দিতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ধানের শীষ বিজয়ী হলে উন্নয়ন বঞ্চিত সিলেটের মানুষের জন্য কাজ করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগ থেকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুঃশাসন থেকে মুক্ত জনতা এখন একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। তাদের যে ভোটাধিকার, সেটা তারা ফিরে পেয়ে আনন্দিত। এই আনন্দ আমরা প্রতিমুহুর্তে অনুভব করছি। একইসঙ্গে বিগত দিনে উন্নয়ন থেকে বঞ্চিত মানুষ তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানাচ্ছেন। ইনশা আল্লাহ, মানুষের যে প্রত্যাশা, সামনের নির্বাচনে গণমানুষের দল বিএনপি নির্বাচিত হয়ে সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে কাজ করবে।
মিছিলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজিব, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপি নেতা নেহার রঞ্জন, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব সরোয়ার রেজা, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ এবং সকল শ্রেণি-পেশার সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন