হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জৈন্তাপুর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেট জেলা শাখা আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু ও সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রদীপ কুমার শর্মা-কে আহ্বায়ক এবং রতন চন্দ্র দেব-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সুবল চন্দ্র দেব, ফুলিন সরকার, নিত্যানন্দ সরকার, ধুলেন সরকার, ইটন পাত্র, রাজেশ চন্দ্র দাস, সজল বিশ্বাস, পান্না ভট্টাচার্য্য, অঞ্জল রাম দাস, বাকুল নমঃ, অরমন বিশ্বাস, পার্থ দত্ত, দুলু দেবনাথ, দীপক রঞ্জন শীল, যাদব দেবনাথ, সুজন রাম দাস, কৃষ্ণ সরকার, শ্রীপেশ বোনাজী, নিরদ রঞ্জন দাস, ধঞ্জয় দাস ধনু, লব পাত্র, জসদান বাড়াইক, পংকজ দেব লিয়ন, নন্দ বিশ্বাস, লিটন বিশ্বাস যোশেফ, প্রমাপ নায়েক, স্বপন নমঃ, রবেন পাত্র এবং সুকেন পাত্র।
নবগঠিত এই কমিটি জৈন্তাপুর উপজেলায় ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের অধিকার আদায়ে কাজ করবে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন