
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনে 'গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার ' শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪.৩০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মুহাম্মদ তারিক স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মোঃ রেজা-উন-নবী বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্যই এবারের জাতীয় নির্বাচন ও গণভোট। জনগণের অধিকার হরণের কোন চেষ্টাই বরদাস্ত করা হবে না। নির্বাচন নিয়ে কাউকে কোন প্রকার অনিয়ম করার সুযোগ দেয়া হবে না। যারাই অনিয়ম করবে তাদেরই মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। কারও কোনো ভয় নেই। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের অধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচন সেই রাষ্ট্র গঠনে আমাদের সহায়তা করবে যেখানে জনপ্রতিনিধিরা জনতার কাতারে এসে জনতার কথা বলবেন।
তিনি আরো বলেন, ভোটাধিকার একজন ব্যক্তির ব্যক্তিগত, নাগরিক ও সাংবিধানিক অধিকার। এই অধিকার রাষ্ট্র এবং সংবিধানে উল্লেখ থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে দেশের নাগরিকগণ যথাযথভাবে নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন নাই। এবারের নির্বাচনে মানুষের এই অধিকার নিশ্চিত করার সুযোগ এসেছে। বাংলাদেশ বেতারে বিভিন্ন বার্তা ও শিক্ষামূলক অনুষ্ঠান জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য সম্প্রচার করা হয়ে থাকে। আজকের এই অনুষ্ঠানটিও তেমনি একটি অনুষ্ঠান যার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। এজন্যই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন জাতির পথরেখা ঠিক করার নির্বাচন। তাই আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি আনোয়ারুল হক বলেন, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটাররা কোন ধরনের আশঙ্কা ছাড়াই ভোট প্রদান করার জন্য কেন্দ্রে যাবেন। পুলিশ তার দায়িত্ব সম্পর্কে সজাগ এবং সচেতন রয়েছে।
অনুষ্ঠানে খ্যাতিমান সংগীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান, বাঁধন চন্দ্র মোদক এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সংগীত শিল্পীরা নির্বাচনী জারি গান, গণভোট সংক্রান্ত গান এবং জনপ্রিয় আঞ্চলিক গানসহ অন্যান্য গান পরিবেশন করেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net