সিলেট-০১ আসনে (মহানগর ও সদর) বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষকে সমর্থন জানিয়েছে লাক্কাতুরা বাগানের চা শ্রমিকরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় লাক্কাতুরায় এক বিশাল জনসভায় শতশত চা শ্রমিকরা এক বাক্যে ধানের শীষকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। চা শ্রমিকরা বলেন, মহান মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপির প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে চা শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছে। চা শ্রমিকদের ন্যায় সিলেট-০১ আসনের সকল নাগরিকদেরকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তারা।
চা শ্রমিকদের এই বিশাল জনসভায় ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদির বলেন, প্রতিটি চা বাগানে শিক্ষার আলো আরো বেশি করে ছড়িয়ে দিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার উদ্যোগ নেয়া হবে। সকল নাগরিকদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমি ভবিষ্যতে দেখতে চাই চা শ্রমিকদের সন্তানরা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে অন্য দশজনের মতো বিভিন্ন সেক্টরে কাজ করবে। বিএনপি ক্ষমতায় গেলে বাগানে বাগানে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে চিকিৎসার প্রাথমিক সমস্যার সমাধান করা হবে। বাগানের রাস্তাঘাটের বেহাল দশা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে বাগানের সকল রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। মিথ্যা আশ্বাস দিয়ে ভোট আদায় করতে চাই না উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, চা শ্রমিকদের বেতন অত্যন্ত কম। কিন্তু বাগানের আয়ের পরিমাণ না বাড়ালে মালিকরা বেতন বাড়াতে পারে না। বাগানের আয় বাড়াতে সঠিক পরিকল্পনা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তখন চা শ্রমিকদের বেতন আরো বাড়াতে কোন সমস্যা হবে না।
সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সায়েমের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, শহীদ আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জি এম বাপ্পি, বাগানের মেম্বার রাম বাহাদুর, বাগানের সাবেক মেম্বার রন বাহাদুর প্রমুখ।