
সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকের
প্রার্থী খন্দকার মুক্তাদির এর প্রচারণা
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের
প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায়
নগরীর আখালিয়া ঘাট থেকে প্রচারণা শুরু করেন পরে তপোবন ও সুরমা
আবাসিক এলাকা, লেক সিটি, নয়াবাজার, মাউন্ট এডোরাসহ বিভিন্ন
এলাকায় যান। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকের প্রতি
সমর্থন জানান।
গণসংযোগকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিক না
থাকায় সিলেটের অনেক এলাকায় চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে। খাল খননের মাধ্যমে
পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থাসহ সঠিক পরিকল্পনা মাধ্যমে কাজ করলে জেলায়
অতিরিক্ত প্রায় ৮ লাখ টন ফসল উৎপাদন সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, আমরাও সেই
ধারাবাহিকতা বজায় রাখবো।
তিনি আরও বলেন, ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, তখন জনসংখ্যা ছিল প্রায় ৮
কোটি। বর্তমানে জনসংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছালেও কৃষি উৎপাদন
বৃদ্ধির কারণে দুর্ভিক্ষ দেখা দেয়নি। তবে এই অগ্রগতির ধারায় সিলেট পিছিয়ে
রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ঘাটতি কাটিয়ে উঠতে পরিকল্পিতভাবে কাজ
করা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক
প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন
চৌধুরী, সহ সভাপতি মাহবুব কাদির শাহি ও আমির হোসেন, বিএনপি নেতা
নেহার রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজীব ও শুয়াইব আহমদ,
সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি মুমিনুল
ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার খান, জেলা
ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি
সুদীপ জ্যোতি এষসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাঠে নামলেন মুক্তাদির পত্নী :
এদিকে সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের
ধানের শীষের প্রচারণায় মাঠে নেমেছেন খন্দকার মুক্তাদির পত্নী জাকিয়া
ইয়াসমিন।
রবিবার বিকেল সাড়ে ৩টায় প্রধান নির্বাচনী কার্যালয় থেকে তিনি এ
প্রচারণা শুরু করেন। ১৩ নং ওয়ার্ড এর কাজীরবাজার, মোগলটুলাসহ ওয়ার্ডের
বিভিন্ন পাড়া-গলিতে ধানের শীষের পক্ষে প্রচারণা করেন। এসময় বিপুল সংখ্যক
নারী উপস্থিত ছিলেন। বাসা থেকে বের হয়ে নারী ভোটাররাও সাড়া দেন।
এদিকে রবিবার বিকেলে কর্মজীবী নারীদের সাথে এক মতবিনিময় সভায় সিলেট-
১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের
চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নগরীর কিছু এলাকায় বৃষ্টি
হলেই জলাবদ্ধতা দেখা দেয়। সিলেটের অনেক খাল বন্ধ হয়ে গেছে, নদী ভরাট হয়েছে।
এখনই নদী খনন ও খাল উদ্ধার না করা হলে কয়েক বছরের মধ্যে জলাবদ্ধতা দীর্ঘমেয়াদি
রূপ নেবে। সুযোগ পেলে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। বিকেলে নগরীর
কুমারপাড়ার একটি হলরুমে কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উইমেন ফর উইমেন রাইটস এর সভাপতি সামিয়া বেগম চৌধুরীর পরিচালনায়
সভায় বিভিন্ন পেশার শতাধিক নারী এতে অংশ নেন। তারা সরাসরি বিভিন্ন
প্রশ্ন ও সমস্যার কথা তুলে ধরলে খন্দকার মুক্তাদির এর উত্তর দেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net