
গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্টের উদ্যোগে বৃত্তি ও শিক্ষক পদক বিতরণ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রাশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।
রোববার সকাল ১১টায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এহিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদ চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেলের সভাপতিত্বে ও এহিয়া ট্রাস্টের ট্রাস্টি,শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও
গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মাজেদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এহিয়া ট্রাস্টের সেক্রেটারি ও আজাদ চৌধুরী একাডেমির প্রিন্সিপাল শাহেদ আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন এহিয়া চৌধুরী স্মৃতি ত্রয়োদশ শিক্ষক পদক প্রাপ্ত কৃতি শিক্ষক, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান,সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, জলিল চৌধুরী একাডেমির প্রিন্সিপাল মাহমুদ চৌধুরী,গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক
মোঃ ইখতিয়ার উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুন-নুর লোবাবা।
অনুষ্ঠানে শিক্ষক প্রদক প্রাপ্ত কৃতি শিক্ষকের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি।
এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি ২০তম জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, নগদ অর্থ,বীর মুক্তিযোদ্ধা শহীদ আতিক আহমদ চৌধুরী স্মৃতি ৬ষ্ঠ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দেড় লক্ষ টাকা অনুদান ও সামছুন নাহার চৌধুরী শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ১৫জন শিক্ষার্থীকে ১লক্ষ ২ হাজার টাকা প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net