
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। শাকসু নির্বাচন স্থগিত চেয়ে এক স্বতন্ত্র ভিপি প্রার্থীর করা রিট আবেদনের শুনানি শেষে সোমবার দুপুরে এ আদেশ দেওয়া হয়। সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শাবিপ্রবির প্রধান ফটকের সামনে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় বিভিন্ন ছাত্র সংগঠন ও প্যানেলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কর্মসূচিতে অংশ নেয় ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল, ছাত্রদল-সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের একাংশ, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা।
এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে এ আবেদন দাখিল করা হয়। আবেদনে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ে আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net