সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও অভিষেক উদযাপন কমিটির যৌথসভা রোববার ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠেয় ক্লাবের অভিষেক অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সভায় বলা হয়, ২৪ জানুয়ারি সকাল ১১টায় ক্লাব ভবনে অভিষেক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের ভূমি ও খাদ্য উপদেষ্টা এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
সভায় ওইদিন নির্ধারিত সময়ে ক্লাব সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, অতিথিদের আমন্ত্রণ, প্রধান অতিথিসহ অন্য অতিথিদের অভ্যর্থনা জানানো এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, প্রধান অতিথি আলী ইমাম মজুমদারের সাথে সিলেটের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সিলেটের জেলা প্রশাসক থাকাকালে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সিলেট প্রেসক্লাবের নবগঠিত কমিটির অনুষ্ঠানে তাঁর উপস্থিতি আমাদের সদস্যদের অনেকটাই অনুপ্রাণিত করবে। তিনি অভিষেক অনুষ্ঠান সফলে ক্লাব সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান,সাবেক সহসভাপতি আব্দুল কাদের তাপাদার,সহসভাপতি মো.ফয়ছল আলম, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন,সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মুহিবুর রহমান,নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন,আনাস হাবিব কলিন্স, আব্দুল আউয়াল চৌধুরী শিপার ও সাবেক নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী।

শেয়ার করুন