সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত


সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ইসলামী ব্যাংক সিলেট অঞ্চলের কর্মকর্তাবৃন্দ। মঙ্গলবার বিকেলে তারা সাক্ষাৎ করে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় ব্যাংক কর্মকর্তারা ৭ম বার সিলেট প্রেসক্লাব সভাপতি নির্বাচিত হওয়ায় মুকতাবিস উন নূরকে অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন ও ক্লাবের কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর প্রেসক্লাব ভবনে ইসলামী ব্যাংকের শাখা স্থাপনের আহ্বান জানালে ব্যাংকের সিলেট শাখা প্রধান মো. নূরুজ্জামান উপশাখা স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি মো. ফয়ছল আলম, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার।
ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট শাখা প্রধান এসভিপি মো. নূরুজ্জামান, লালদিঘীরপার শাখা প্রধান ভিপি রাব্বী কামাল চৌধুরী, আম্বরখানা শাখা প্রধান ভিপি সৈয়দ জিল্লুুর রহমান, দক্ষিণ সুরমা শাখা প্রধান এসএভিপি সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইন ও জিন্দাবাজার শাখা প্রধান এভিপি মো. আকবর উদ্দিন। পরে তারা ক্লাব নেতৃবৃন্দের হাতে সকল সদস্যের জন্য নতুন বছরের উপহার তুলে দেন।

শেয়ার করুন