তরুণদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে

যুব সমাজ দেশ গড়ার হাতিয়ার। কর্মসংস্থান,প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা হবে।একটি আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী জাতি গঠনে তরুণ তরুণীদের কাজে লাগাতে হবে। মঙ্গলবার বিকেলে মৎস্য চাষের উপর সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।সিলেট সদর উপজেলার উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সহযোগিতায় প্রশিক্ষণটি শুরু হয়েছে।

নগরীর মেজরটিলা ইসলামপুর বাজারে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল,বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোয়াজ্জেম বখত জেম, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম। সংগঠনের সভাপতি মাওলানা ছালিম আহমদ খানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন,সিলেট সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো: শফিকুল ইসলাম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত প্রশিক্ষক মো: নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির আবিদ হোসেন খান ও আরাফাত রহমান চৌধুরী।

শেয়ার করুন