
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)। বুধবার (৩১ ডিসেম্বর) এক শোকবার্তায় ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি বলেন, ‘বাংলাদেশে নারী নেতৃত্বর বিকাশ ও নারীদের উন্নয়নে বেগম খালেদা জিয়ার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যা বাংলাদেশের নারীদের জন্য একটি বড় অর্জন ছিল। ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেন। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
তারা আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে নেতৃত্বদানকারী এমন আপসহীন দৃঢ়চেতা নারীর শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ বার্তা প্রেরক শাকিলা ববি সাধারণ সম্পাদক সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net