বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা এবং জানাজার কারণে বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য সিলেট প্রেসক্লাব নির্বাচন একদিন পিছিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার শুরুতে বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয় এবং বাদ মাগরিব ক্লাব মসজিদে দোয়া করা হয়।
প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনার মাধ্যমে বিশেষ পরিস্থিতির কারণে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন পূর্বর্নিধারিত তারিখ ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়। ওইদিন বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন সকাল ১০টায় শুরু হবে বার্ষিক সাধারণ সভা। এছাড়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বুধবার বাদ আছর সিলেট প্রেসক্লাবে দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে, তফসিল অনুযায়ী গত ১৫ ডিসেম্বর প্রেসক্লাব নির্বাচনের মনোনয়ন বিক্রি, ১৭ ডিসেম্বর মনোনয়ন দাখিল এবং ২০ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এবার ১১টি পদের বিপরীতে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ব্লাস্টের সাবেক কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী ও অ্যাডভোকেট সন্্তু দাস।