রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা (Annual Meeting) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নগরীর ইস্ট জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকুয়েট হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রোটারি ইন্টারন্যাশনালের আদর্শ Unite for Good প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লাবের সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী, রোটারি ২০২৬- ২৭ বর্ষের নির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর ঘোষনা করেন নির্বাচন কমিশনার রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, হাফ ইয়ারলী রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম। উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিপসা টিমের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, পিপি প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ, রোটারিয়ান পিপি অ্যাডভোকেট জামাল উদ্দিন, রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান পিপি প্রফেসর জাকির আলী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, সেক্রেটারি রোটারিয়ান আনোয়ার হোসেন, রোটারিয়ান মো. ফারুক আহমেদ রোটারিয়ান আমিনুল ইসলাম, রোটারিয়ান আয়েশা মনি, রোটারিয়ান আবুল কালাম, রোটারিয়ান কামাল উদ্দিন, রোটারিয়ান জামিল মিয়া,রোটারিয়ান আনোয়ার হোসেন, রোটারিয়ান ফজল আহমদ সাগর, রোটারিয়ান রঞ্জিত দেব নাথ, সাংবাদিক সুবর্ণা হামিদ প্রমূখ। রোটারি ইন্টারন্যাশনালের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও ক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বার্ষিক সভায় মানবসেবা, সমাজকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও কমিউনিটি উন্নয়নমূলক কার্যক্রমে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের অবদান তুলে ধরা হয়। পাশাপাশি আগামীর সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং টেকসই উন্নয়নে রোটারির ভূমিকা আরও জোরদার করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যের মাধ্যমে সমাজ পরিবর্তনে কাজ করার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ (ডি-৬৫), বাংলাদেশের একটি স্বীকৃত ক্লাব। ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে নানামুখী মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।