বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের গভীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন সাহসী, ত্যাগী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রীকে হারাল। তাঁর নেতৃত্ব, সংগ্রাম ও দেশপ্রেম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু রাষ্ট্র পরিচালনাই করেননি, বরং গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। নারীর ক্ষমতায়নে তাঁর অবদান অনস্বীকার্য।”

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন—আমিন।

শেয়ার করুন