
সোস্যাল মিডিয়ায় মানহানিকর সংবাদ পরিবেশন ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওসমানী নগর উপজেলার মাটিহানি গ্রামের বাসিন্দা জাকির হোসেন। সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগিব আলী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাকির হোসেন অভিযোগ করে বলেন, গত ১০ জুলাই ২০২৫ তারিখে রিপন মিয়া নামের এক ব্যক্তি তাকে চার-পাঁচজন সহযোগীসহ অপহরণ করে। এসময় তার পকেটে থাকা তিনটি ব্যাংকের চেক ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে চেক ও সাদা স্ট্যাম্পে জোরপূর্বক তার স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে সেই চেক ও স্ট্যাম্প ব্যবহার করে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোধিত সংবাদ সম্মেলন করা হয় বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, স্মার্ট এডুকেশন ট্রাস্টের মামুন আহমদের সঙ্গে তার পরিচয়ের সূত্র ধরে মামুন বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ১৫ জনের কাছ থেকে মোট ৩৪ লাখ টাকা গ্রহণ করেন। বিদেশ যাওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সামনেই মামুনের কাছে টাকা লেনদেন করেন। মামুনের দেওয়া একাধিক চেক ব্যাংকে জমা দিলে সেগুলোতে কোনো টাকা না থাকায় সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। জাকির হোসেন জানান, মামুন ও তার স্ত্রী তাকে কয়েকটি চেক দিলেও সেগুলোর কোনো একাউন্টে টাকা না থাকায় তিনি চেক ডিজঅনার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি শাহপরান থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি নং– ১১৩৭) ও (জিডি নং- ১০৮৬) করেছেন। তিনি আরও অভিযোগ করেন, রিপন মিয়া একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তিনি নিজেকে কখনো আওয়ামী লীগের নেতা, আবার বর্তমানে বিএনপির পরিচয় দিয়ে বেআইনি কর্মকাণ্ড চালাচ্ছেন। জোরপূর্বক নেওয়া স্ট্যাম্প দেখিয়ে রিপন তার পারিবারিক ব্যবসার দোকান বিক্রির মিথ্যা দাবি করছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে জাকির হোসেন বলেন, মামুনের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এবং রিপনের অপপ্রচারের কারণে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান। এসময় তিনি মামুন আহমদ ও রিপন মিয়ার বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net