
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল বলেছেন,মহান মুক্তিযুদ্ধের মুলনীতির ভিত্তিতে সাম্য ও সমতার বাংলাদেশ গড়তে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি বলেন,দল, ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সম্মিলিতভাবে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে।তিনি বলেন, পাকিস্তানিদের শোষণ, নিপীড়ন, নির্যাতন, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে এদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে।মানুষের আকাঙ্খা ছিল সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ে উঠবে।স্বাধীনতার ৫৪ বছরেও সেটি সম্ভব হয়নি।তিনি বলেন,চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ হবে সমতা,ন্যায্যতা ও ইনসাফের বাংলাদেশ। এখানে কেউ অধিকারহারা হবে না,নিপীড়ন, বৈষম্য ও বঞ্চনার শিকার হবে না।মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় একট সহনশীল জাতি ও ইনক্লুসিভ বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসতে তিনি অনুরোধ জানান। মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বও তুলে ধরেন। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) গোয়াইনঘাট উপজেলার মিতালী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি এবং জুলাই আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন মহান বিজয় দিবস জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন এবং বাংলাদেশের ইতিহাসে একটি রেড লেটার ডে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় বরণ করে আত্মসমর্পণ করেছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি পেয়েছি,পেয়েছি একটি লাল সবুজের পতাকা। পাকিস্তান এ দেশের নিরিহ মানুষে উপর যে নির্মম গণহত্যা, শোষণ বঞ্চনা চালিয়েছে তার বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে এনেছে এ দেশের স্বাধীনতা, এনেছে একটি লাল সবুজের পতাকা এনেছে স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। কিন্তু আমরা এদেশের তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারিনি, একটি গোষ্টি বিগত সময়ে কর্তৃত্ববাদী শাসন দিয়ে মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বানিয়ে বিতর্কের জন্ম ও বিভাজনের রাজনীতি করেছে।বিগত জুলাই অভ্যুথানের মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে দৃঢ় অবস্থান নিতে।সাংবাদিকতার ক্ষেত্রেও এই চেতনা ধারণ করা জরুরি। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং অপশক্তির বিরুদ্ধে বিবেকবান ভূমিকা পালন করা। পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলেমান সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন এশিয়ান নিউজের সাংবাদিক ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আল মারুফ। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বিজয়ের মাস আমাদের আত্মত্যাগ ও অর্জনের ইতিহাস নতুন করে স্মরণ করিয়ে দেয়। স্বাধীনতার সুফল ধরে রাখতে হলে গণমাধ্যমকে অবশ্যই দায়িত্বশীল ও নিরপেক্ষ থাকতে হবে। তারা স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র নেতা এম এ মান্নান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসান। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক মুক্ত খবর গোয়াইনঘাট প্রতিনিধি রুবেল আহমেদ, জুমবাংলা ডটকমের সিলেট জেলা প্রতিনিধি সুহেব রানা, পূণ্যভূমি পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মতিউর রহমান দুলাল, দৈনিক ডেসটিনির জৈন্তাপুর প্রতিনিধি ডালিম আহমদ, দৈনিক বিজয়ের কন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের আহমদ।আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, জাতীয় চেতনা ও পেশাদার সাংবাদিকতার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net