
গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় ২০২৪-২৫ অর্থবছরে লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গোলাপগঞ্জ উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল এর হাত থেকে ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান মো. খলকুর রহমান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জুনায়েদ কবির, দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হিরন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভুঁইয়া প্রমুখ।
সম্মাননা ক্রেস্ট গ্রহণকালে শ্রেষ্ঠ চেয়ারম্যান মো. খলকুর রহমান বলেন, গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আজকের এই সম্মাননা সেই প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে।
তিনি বলেন, এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাম আদালতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি।
তিনি আরও বলেন, গ্রাম আদালত একটি কার্যকর ও জনবান্ধব বিচার ব্যবস্থা হিসেবে ইউনিয়ন পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত লক্ষণাবন্দ ইউনিয়ন গড়ে তুলতে ইউনিয়ন পরিষদ অতীতের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net