সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের পরাজিত শক্তির বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে ক্লাবের কার্যকরি পরিষদের নিয়মিত মাসিক সভা পরবর্তী দোয়া মাহফিলে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দেশীয় বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক দালালদের বিরুদ্ধে এক বলিষ্ট কণ্ঠস্বর। তাঁর বজ্রনিনাদ, যা শেষ নিঃশ্বাস পর্যন্ত থেমে থাকেনি।তিনি বলেন,ওসমান হাদি ছিলেন এক অকুতোভয় সৈনিক।নির্লোভ, নিরহংকার হাদীর অভিলাষ ছিল ইনসাফপূর্ণ একটি সমতার বাংলাদেশ গড়ে তোলা।তিনি চেয়েছিলেন, ইনসাফের বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মান করে মানুষের মুখে হাসি ফুটাতে।ওসমান হাদী জুলাই বিপ্লবের ঐক্য অটুট রাখতে আজীবন সংগ্রাম করেছেন।কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি ইনসাফ ও ইনকিলাব স্লোগান দিয়ে দেশীয় জাতিগত নতুন সংস্কৃতির সূচনা করেছেন।হাদী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে দেশ গঠনে উদ্বুদ্ধ করেছেন অবিরাম।সভায় শরীফ ওসমান হাদির হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচারের জোর দাবি জানানো হয়।
ক্লাব সেক্রেটারি এম সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভায় ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০২৬ সালের জানুয়ারি মাসে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন, জানুয়ারীর ১২ তারিখ ক্লাবের ফ্যামেলি ডে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ।সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।