
সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। শনিবার১জন প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহার করেন। প্রত্যাহার শেষে বিকেল ৫টায় প্রেসক্লাবের নির্বাচন কমিশনের প্রিসাইডিং অফিসার এমাদ উল¬াহ শহিদুল ইসলাম অ্যাডভোকেট, সদস্য মো. ইরফানুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট ও সন্তুদাস অ্যাডভোকেট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। নির্বাচনে এখন ১১ পদে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন মুকতাবিস-উন-নূর ও ইকরামুল কবির। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কবীর আহমদ সোহেল ও এম এ হান্নান এবং সহ-সভাপতি পদে কামাল উদ্দিন আহমেদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও কবির আহমদ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ইয়াহ্্ইয়া ফজল। সহ-সাধারণ সম্পাদক পদে খালেদ আহমদ ও সাকিব আহমদ মিঠু, কোষাধ্যক্ষ পদে ফয়সাল আমীনও গোলজার আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে শেখ আশরাফুল আলম নাসির ও শফিক আহমদ শফিএবং সদস্য পদে মুহাম্মদ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে একমাত্র প্রার্থী মো. মুহিবুর রহমান। মো. ফয়ছল আলম সদস্য পদে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে সহ-সভাপতি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতায়রয়েছেন।
আগামী ৩১ ডিসেম্বর বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৯২ জন।
২০.১২.২৫
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net