ওসমান হাদি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন


জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার সিলেট প্রেসক্লাব আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, তার দেশপ্রেম ও মানবপ্রেম, মানুষের সঙ্গে তাঁর সহজ সম্পর্ক এবং অনন্য দৃষ্টিভঙ্গির কারণেই সবাই আজ তাঁর প্রশংসা করছে। তিনি একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু, সে স্বপ্ন পূরণের আগেই তিনি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন।
মোনাজাত পরিচালনা করেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাবেক সভাপতি মুকতাবিস উন নূর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, হুমায়ূন রশিদ চৌধুরী ও এম এ হান্নান, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, ক্লাব সদস্য মো. মুহিবুর রহমান, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. ফয়ছল আলম, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া,কামাল উদ্দিন আহমেদ, আনাস হাবিব কলিন্স, মো. দুলাল হোসেন, ফয়সাল আমীন,আহমদ মারুফ,ইউনূছ চৌধুরী, মো. বদরুর রহমান বাবর, সিন্টু রঞ্জন চন্দ, গোলজার আহমেদ, খালেদ আহমদ, মো. মারুফ হাসান, এম রহমান ফারুক, আব্দুল আউয়াল চৌধুরী শিপার, শফিক আহমদ শফি, সাকিব আহমদ মিঠু, অনিল কুমার পাল ও নয়ন সরকার প্রমুখ।

শেয়ার করুন