সিলেটে বিজয় দিবসে এনসিপি’র আগ্রাসন বিরোধী যাত্রা

জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আগ্রাসনবিরোধী যাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবিরোধী সকল আগ্রাসন, ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানো হয় কর্মসূচির মধ্য দিয়ে। আগ্রাসনবিরোধী যাত্রায় এনসিপি জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে যুবশক্তি,শ্রমিক শক্তি ও ছাত্রশক্তি সিলেট জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শই আমাদের শক্তি, আর এই আদর্শ ধারণ করেই দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সকল অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম চলবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিজয় দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও স্বাধীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

You sent
শেয়ার করুন