সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি





শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যামেরিকান
ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স (এআইসিএইচই) এর ‘সাস্ট স্টুডেন্ট
চ্যাপ্টার’ ৫ম কার্যনির্বাহী কমিটি গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।

কমিটির ডিপার্টমেন্ট চেয়ার হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন সিইপি
বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সালাতুল ইসলাম মজুমদার। অ্যাডভাইজর হিসেবে
দায়িত্ব পালন করবেন বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, যিনি
চ্যাপ্টারের একাডেমিক দিকনির্দেশনা প্রদান করবেন।


নবগঠিত কমিটির সভাপতি (স্টুডেন্ট প্রেসিডেন্ট) হিসেবে দায়িত্ব পেয়েছেন
সিইপি বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান (সামি)।
সহ–সভাপতি (স্টুডেন্ট ভাইস–প্রেসিডেন্ট) হিসেবে দায়িত্ব পালন করবেন একই
সেশনের শিক্ষার্থী মোহাম্মদ মুহিউস সুন্নাহ (নাদেল)।
সাধারণ সম্পাদক (স্টুডেন্ট সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১–২২
সেশনের শিক্ষার্থী খাইরুল ইসলাম তুহেল। কোষাধ্যক্ষ (স্টুডেন্ট ট্রেজারার)
হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২০–২১ সেশনের শিক্ষার্থী অর্পিতা খানম
অর্ফি।

কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন
ইভেন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর মো. মেহেদী হাসান, সহকারী ইভেন্ট
ম্যানেজমেন্ট ডিরেক্টর মাহাবুবুর রহমান, আউটরিচ ডিরেক্টর মো. কামরুল
হাসান ফাহিম, সহকারী আউটরিচ ডিরেক্টর রাতুল দেবনাথ,
ডিজাইন অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর তাছিনুল হক চৌধুরী, সহকারী ডিজাইন
অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর মাহমুদা খাতুন শিফা, কম্পিটিশন ডিরেক্টর
অনুদীপ দাস সৃজন, সহকারী কম্পিটিশন ডিরেক্টর মো. শাকিবুর রহমান,
পাবলিকেশন ডিরেক্টর নওরিন জাহান আনিকা, সহকারী পাবলিকেশন ডিরেক্টর জাহেদ
হাসান নয়ন নতুন দায়িত্বে মনোনীত হয়েছেন।

এআইসিএইচই একটি আন্তর্জাতিক স্বীকৃত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সংগঠন, যা
শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেটওয়ার্কিং এবং বৈশ্বিক সুযোগ তৈরিতে কাজ
করে। সাস্ট–এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টার সম্প্রতি এআইসিএইচই কর্তৃক
“আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড ২০২৪–২০২৫” অর্জন করেছে,
যা তাদের নিরলস প্রচেষ্টা ও কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি।

Career Spark, AIChE Orientation, K-12 STEM Outreach Program,
Streamline Newsletter এবং International AIChE Chapter Meet-up–এর মতো
আয়োজন চ্যাপ্টারের শিক্ষামূলক ও দক্ষতা–উন্নয়নমূলক কার্যক্রমকে আরও
সমৃদ্ধ করেছে।

নতুন নেতৃত্ব পরিকল্পিত উদ্যোগ, গবেষণা-সহায়ক কার্যক্রম এবং টিমওয়ার্কের
মাধ্যমে চ্যাপ্টারকে আরও সুসংগঠিত করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক
পরিমণ্ডলে তাদের অবস্থান আরও দৃঢ় করতে সহায়ক হবে।

শেয়ার করুন